![]() |
ছবির কবি মাহদি হাসান |
তামাদ্দুন ডেস্ক:
গত হজ্বের মৌসমে রিলিজ করা স্টুডিও ভোকালের কাবার গিলাফ সংগীতটির ভিউ হয়েছে ৩ লাখের উপরে।
আলোড়ন সৃষ্টি করা এই হজ্বের গানটি লিখেছেন জনপ্রিয় গীতিকার আবিদ আল হাসান। সুর করেছেন শামিম আহমেদ।
গানে মূল ভোকাল হিসেবে আছেন সাউন্ড ইন্জিনিয়ার মাহদি হাসান।
কন্ঠ সহযোগী হিসেবে আছেন ভোকালটিমের শিল্পী ফজলে রাববি, মুবিনুল হক, সাফায়াত বিন হুসাইন, এ বি ওয়াহিদ। শিশু শিল্পী সিফাত ও রিফাত।
স্টুডিও ভোকালে রেকর্ডকৃত এই গানটির মাষ্টারিং এবং ডিরেকশনে ছিলেন নন্দিত উপস্থাপক ইলিয়াস হাসান।
প্রযোজনা করেছে এস ভি মিডিয়া। পরিবেশনায়: স্টুডিও ভোকাল।
গানটির স্পন্সর করেছে খান টেইলার্স।
গানটি দেখতে চোখ রাখুন স্টুডিও ভোকালের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে।
0 মন্তব্য