শিঘ্রই আসছে দেশের স্বনামধন্য সাংস্কৃতিক সংগঠন রংধনুর পরিবেশনায় ঐক্যের মিছিল।
বিশেষত: উলামায়ে কেরামের ঐক্যের আবেদন নিয়ে রচিত এই চমৎকার গানটি লিখেছেন রংধনুর প্রতিভাবান গীতিকার ও সুরকার আকরাম এইচ বি।
গানটিতে কন্ঠ দিয়েছেন যথাক্রমে রংধনুর প্রতিষ্ঠাতা ও প্রধান পরিচালক মাঈনুদ্দীন ওয়াদুদ। কেন্দ্রীয় সংগীত পরিচালক শিল্পী শাহ নেওয়াজ, সৈয়দ আল হাসান ও আসাদুল্লাহ রাকিব।
স্টুডিও ভোকালে রেকর্ডকৃত এই গানটি নিয়ে বেশ আশাবাদী রংধনুর শিল্পীরা।
গানটি উপভোগ করতে অপেক্ষা করতে হবে আরো কিছুদিন। বিগ বাজেটের এই গানের মাধ্যমে রংধনু সংস্কৃতিপ্রেমীদের মাঝে নতুনভাবে পরিচিত হবার প্রত্যয় নিয়ে কাজ করছে। গানটি আপলোড করা হবে রংধনুর অফিসিয়াল চ্যানেল Rangdhonu Shilpigosthi তে।
0 মন্তব্য