তামাদ্দুন ডেস্ক:
রংধনু সাংস্কৃতিক ফোরাম কুমিল্লা শাখার আয়োজনে কোরআন তিলাওয়াত, হামদ,নাত ও ইসলামী সংগীতের রিয়েলিটি শো সুর সৈনিকের ৬ষ্ঠ অডিশন শেষ হয়েছে আজ ।
আজ বৃহ:বার সকাল নয়টায় নগরীর বিশ্বরোডস্থ আল আজহার মাদরাসায় এই অডিশন অনুষ্ঠিত হয়।
অডিশনে উপস্থিত ছিলেন রংধনু কুমিল্লা শাখার সিনিয়র পরিচালক হাফেজ শাওন আহমদ শাফী, নির্বাহী পরিচালক আব্দুল্লাহ আল সাকিবসহ উর্ধ্বতন দায়িত্বশীলগণ।
এছাড়াও উপস্থিত ছিলেন মাদরাসার সম্পানিত শিক্ষক-দায়িত্বশীল ও ছাত্রবৃন্দ।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে ইয়েস কার্ড দেয়া হয়।
শিঘ্রই ২য় অডিশন অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। এরপর ধারাবাহিকভাবে ফাইনাল পর্ব হবে নগরীর প্রসিদ্ধ কোনো অডিটোরিয়ামে।
বি.দ্র: উক্ত প্রতিযোগিতাটি গতবছর থেকে ধারাবাহিকভাবে চলছে।
0 মন্তব্য