রেডিও ৭১ এর ধারাবাহিক আয়োজন আলোকিত সুরে এ সপ্তাহের অতিথী তরুণ আলোচক, এক সময়ের আলোচিত ইসলামী সংগীতশিল্পী ও উপস্থাপক মাও. ফেরদাউস আল আজাদ।
আর উপস্থাপক হিসেবে আছেন রেডিও ৭১ এর জনপ্রিয় ইসলামিক আর জে, মিডিয়া ব্যক্তিত্ব মাওলানা মামুন চৌধুরী।
উল্লেখ্য যে, ইসলামিক এই ভিন্নধারার আয়োজনটি দীর্ঘ কয়েকবছর যাবত চলমান। এতে দেশ-বিদেশের গন্যমান্য অনেক শিল্পী, কবি,সাহিত্যিকসহ আলোচিত ব্যক্তিবর্গ
প্রতি সপ্তাহ উপস্থিত থাকেন অতিথী হিসেবে। শুরু থেকেই এই প্রোগ্রামটির তত্ত্বাবধায়কের দায়িত্ব পালন করছেন জনপ্রিয় আর জে মামুন চৌধুরী।
আমরা তামাদ্দুনের পক্ষ থেকে এই অনু্ষ্ঠানের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি।
0 মন্তব্য