"নীল বেদনা"
ভীষণ আঁধার অাসছে ধেয়ে
গ্রাস করলো এই বুঝি.
এক সমুদ্র নীল বেদনায়
ডুবে তবু সুখ খুঁজি।
এমন এক মুসাফির আমি
হারিয়েছে যার জীবন চাঁদ.
সে আমার জোসনা ছিলো
যার জন্য নেমেছে রাত।
এখন আমি মুক্ত পাখী
যতই অামার ভাঙুক ডানা.
শুনবোনা আর কারো কথা
মানবোনা আর কোনো মানা।
আকাশ বাতাস সঙ্গী আমার
আমার সাথেই বইছে নদী.
ভয় করিনা হারাতে আমি
পথ হারিয়ে হারাই যদি।
-আয়েশা-
_মধুমতী নদী_
--26.8.2019...
0 মন্তব্য