![]() |
শিল্পী আলমগীর বিন কবির |
আলোচিত ইসলামী সংগীতশিল্পী আলমগীর বিন কবিরের জামিন হয়েছে। আজ সন্ধায় কারামুক্ত হবেন বলে জানিয়েছেন উস্তাদ আসহাবুদ্দীন আল আজাদ।
উল্লেখ্য যে, গত বেশকিছুদিন আগে শিল্পীকে কল্লাকাটার বিষয়ে গুজব ছড়ানোর দায়ে গ্রেফতার করে স্থানীয় পুলিশ। তালিমুল কোরআন কমপ্লেক্সে এর প্রধান পরিচালক হাফেজ তৈয়ব সাহেবের সহযোগিতায় তাকে ছাড়ানোর ব্যবস্থা করেছেন উস্তাদ আসহাবুদ্দীন আল আজাদসহ তার ভক্তবৃন্দ ও ছাত্ররা।
0 মন্তব্য