রোহিঙ্গা
এই মারণবিলাশ,বিনাশবিলাশ
রক্তবিলাশ, বাহ!
খারাপ কীসে? - নাহ!
সভ্যতার এক দারুণ বিনোদন
জাতিসংঘের ডিনার হবে রোহিঙ্গাসব লাশে
লাশের মজা জানে ক্রুসেড
জানে?
জানে এবং চাখে
লাশ চিবুয় আর হাসে
আহ কী দারুণ! বাহ কী দারুণ! ওহ কী দারুণ মজা!
মুসলমানের লাশের মজাই মজা!
কী তেলতেলা মুসলমানের লাশ
বিবেক খুঁজিস - যাহ!
হিহি বিবেক, হুহু বিবেক, উঁহু বিবেক!
বাহ!
আরাকানে মরছে পোকামাকড়
মারছে যারা, তাদের হাতে শান্তিপুরস্কার
মুসলমানই পোকামাকড়
পোকামাকড় মারো
লাশের মজায় বাড়বে রুচি
দাঁতও হবে ধার
গ্লোবাল ডিনার জমবে আরো
আরো আরো আরো
এই ডিনারে ট্রাম্প বাহাদুর,ম্যাখোঁ,পুতিন, শি
এই ডিনারে খাদেমরূপে সৌদী- ইরান
ছি!
বাহরে ডিনার বাহ!
রোহিঙ্গাদের লাশের ডিনার বেশ জমেছে, আহ!
লেখক: কবি, দার্শনিক
0 মন্তব্য