খোদার কথা, সাদা কাফন, আমার বড় কষ্ট হয় সহ একাধিক সফল গানের জনপ্রিয় গীতিকার, সুরকার ও নাশিদশিল্পী আবু উবায়দার কথা ও সুরে শিল্পীর অফিসিয়াল ইউটিউব চ্যানেল উবায়দা প্রোডাকশনে আজ রাত দশটায় আসছে আরো একটি ব্যতিক্রমী সংগীত “কথাতে ভুল হলে”
ভিন্ন ধারার এ গানটির ভিডিও নির্দেশনায় ছিলেন কিশোর আহমেদ।
ডিওপি: প্রান্তিক দে, আবু হুরায়রা। লাইট: মাহমুদুল হাসান। সাউন্ড এন্ড মাস্টার: মাহফুজ আলম। রেকর্ডিং লেবেল: হলি টিউন
পরিচালনা: উবায়দা প্রোডাকশন।
তামাদ্দুনের পক্ষ থেকে শিল্পীর জন্য রইলো অফুরন্ত শুভকামনা।
0 মন্তব্য