আগামী ১০ই অক্টোবর পূর্ণ হতে যাচ্ছে ইসলাম টাইমস এর পথচলার একবছর।
এ দীর্ঘ পথচলায় যারা সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়েছেন ইসলাম টাইমস এর স্বপ্নদ্রষ্টা বিশিষ্ট লেখক, গবেষক ইসলাম টাইমস এর সম্পাদক মাওলানা শরিফ মুহাম্মদ।
এ উপলক্ষ্যে ১লা অক্টোবর থেকে মাসব্যাপি চলবে বিশেষ আয়োজন।
লেখা, আলোচনা, স্মৃতিচারণ, সফরনামা, সাক্ষাৎকার ও অভিব্যক্তিসহ থাকবে বিচিত্র সব আয়োজন।
পোর্টাল islamtime24.com এবং ফেসবুক পেজ islamtimes24.com আমাদের নিজস্ব অঙ্গন। সঙ্গে থাকুন, সঙ্গে রাখুন।
0 মন্তব্য