তামাদ্দুন২৪ডটকম:
সবাই বলছে,বিদেশে চলে যান,সময় ভালো না
আমি এই ঘুঘুডাকা দুপুর ছেড়ে কোথায় হারাবো?
হিজলের পাতায় লিখেছি নিজের নাম
দোয়েলের পালকে আমি উড়ি প্রত্যহ
কাকের কোরাসে আমি বাজি নানা রাগে
কোকিলের ডিমে থাকে আমার পাহারা!
এই পদ্মা মেঘনার পলি ছাড়া কোথায় ডেরা গাড়বো?
এই আযানে জাগ্রত ভোর পাখির সুধা হয়ে আমার সূর্যোদয়ে মিশে আছে!
রাত যত গাঢ় হয়, নদীতীরে, ঘণবনে
সবুজে শিহরিত মাঠে
আমার ডাকনাম ধরে জ্যোৎস্নার কণ্ঠস্বরে
যে রব ওঠে, আমাকে সে কবিতা বানায়!
আমি এই নদীর দুধে লালিত্য পেয়েছি,
আমি এই ফুলের প্রেমে গড়েছি নিবাস
আমি এই মুর্শিদা গীতে মজেছি মরমে
আমি এই চর্যার সুরে হয়েছি দোতারা!
চারদিকে শস্যের আয়াতে আয়াতে
আমাকে বার বার জন্ম নিতে দাও
আমাকে হতে দাও রেসকোর্স ময়দান!
তোমরা আমাকে এই দ্রাবিড় সৌহার্দ্য থেকে পালাতে বলো না
আমি এই বিশ্বাসের ভূমে অস্তিত্বের জয়নাদ হয়ে
মরবো আর জন্মাবো
মরবো আর জন্মাবো
মরবো আর জন্মাবো
লেখক: কবি, দার্শনিক ও বুদ্ধিজীবি।
0 মন্তব্য