ছবির কবি মুহিব খান |
তামাদ্দুন২৪ডটকম:
সময়ের মাঠকাপানো রাজনৈতিক দল ইসলামী আন্দোলনকে নিয়ে এবার গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন মুসলিম উম্মাহ’র জাতীয় কবি, জাগ্রত কবি মুহিব খান।
আজ দুপুর ৩টা ৫৫ মিনিটে কবি তাঁর নিজস্থ ফেসবুক ওয়ালে বলেন’ যে সময়ে ঘরে বসে দু'লাইন লিখাও নিরাপদ নয়; ঠিক সে সময়জুড়ে লাগাতার সরকার এবং ভারত বিরোধী অগ্নিঝরা বক্তব্য রেখেও, এমনকী এতোকালের বিএনপিকে টপকিয়ে বাংলাদেশের সবচে' বড় ভারতবিরোধী শক্তি বলে প্রচারিত হওয়ার পরও 'ইসলামী আন্দোলন বাংলাদেশ' এখনও হিযবুত তাহরীর, জামাত বা বিএনপির মতো কোন দুরবস্থায় পড়েনি, শীর্ষ ও উল্লেখযোগ্য নেতৃবৃন্দ কোনরকম হুমকি-ধমকি-ধাওয়া, হামলা মামলা, জেল জুলুম, খুন-গুমের মুখোমুখি হননি, এমনকী ক্ষমতাসীনদের চিরাচরিত ইয়ার্কি-তিরষ্কার বা গালমন্দেরও শিকার হননি বরং এখনও সারাদেশে স্বাধীনভাবে নিরাপদে নির্বিঘ্নে সভা সমাবেশ মিছিল মিটিং চালিয়ে যেতে পারছেন, এটা আল্লাহর অলৌকিক রহমত।
0 মন্তব্য