তামাদ্দুন২৪ডটকম: কাবা শরিফের নতুন ইমাম হিসেবে নিয়োগ পেয়েছেন ডক্টর শায়েখ ইয়াসির বিন রশিদ বিন হুসাইন আল উদয়ানী আদ দাওসারী।
গত ১৩ অক্টোবর রোববার সৌদি রাজকীয় এক ফরমানে তার নিয়োগের ঘোষণা দেয়া হয়। নিয়োগ পাওয়ার পর ১৪ অক্টোবর সোমবার মাগরিবের নামাজের ইমামতি করেন শায়েখ ইয়াসির বিন রশিদ।
চল্লিশ বছর বয়সী এই ইমাম ইতিপূর্বে মসজিদুল হারামে তারাবিহ এবং তাহাজ্জুদ নামাজের ইমামতি করেছেন। একই মসজিদে এবার তিনি ফরজ নামাজের ইমামতির সৌভাগ্যও অর্জন করলেন। শায়েখ ইয়াসির বিন রশিদ বিগত ২০ বছর যাবত সৌদি আরবের প্রসিদ্ধ একাধিক মসজিদে ইমামতির দায়িত্ব পালন করেছেন। তিনি বিভিন্ন মসজিদে খতিবের দায়িত্বে ছিলেন অন্তত ১০ বছর।
0 মন্তব্য