কুমিল্লা প্রতিনিধি: তামাদ্দুন২৪ডটকম:
রংধনু সাংস্কৃতিক ফোরাম আয়োজিত কোরআন তিলাওয়াত, হামদ-নাত ও ইসলামী সংগীতের রিয়েলিটি শো সুর সৈনিক এর ২য় রাউন্ড শুরু হলো আজ শুক্রবার সকাল ৮.৩০ মিনিটে।
প্রধান বিচারক আলহাজ্ব হাফেজ মাওলানা আমিনুল্লাহ’র উপস্থিতিতে প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করছেন হাফেজ ক্বারী ইব্রাহীম সাইফী ও আব্দুল্লাহ আল সাকিব।
পূর্ণ প্রতিযোগিতার তদারকির দায়িত্বে আছেন রংধনু কুমিল্লা শাখার সিনিয়র পরিচালক, প্রতিভাবান গীতিকার, সুরকার ও সংগীতশিল্পী হাফেজ শাওন আহমাদ শাফী। সহযোগী হিসেবে আছে রংধনুর সিনিয়র সদস্য এইচ এম রাকিবুল হাসান, উমর ফারুক পাহাড়পুরী, আবু সাঈদ ইমন, শরিফ মাহমুদ ও নাজমুল হাসানসহ আরো অনেকে।
কোরআন তিলাওয়াত পর্ব শেষ হবে জুমার আগেই। দুপুরের বিরতির পর শুরু হবে হামদ-নাত ও ইসলামী সংগীতপর্ব। চলবে বিকেল পর্যন্ত।
উল্লেখ্য যে, আজকের ২৫০ জন্য প্রতিযোগী থেকে ৩০ জনকে ফাইনাল পর্বের জন্য বাছাই করা হবে। পরবর্তীতে ৩০ জন থেকে ফাইনাল পুরস্কারের জন্য মনোনিত হবে দুই বিভাগে মোট ছয়জন। বাকীরা পাবে শান্তনা পুরস্কার হিসেবে ক্রেস্ট ও সার্টিফিকেট।
গ্রেন্ড ফিনালের সম্ভাব্য তারিখ ২০ ডিসেম্বর। পুরস্কার বিতরণী অনুষ্ঠান হবে কুমিল্লার পরিচিত ও উল্লেখযোগ্য কোন অডিটোরিয়ামে।
![]() |
উপস্থিত প্রতিযোগীদের একাংশ |
![]() |
উপস্থিতির আরেকটি ছবি |
![]() |
উপস্থিত রংধনুর দায়িত্বশীলদের একাংশ |
0 মন্তব্য