তামাদ্দুন২৪ডটকম:
আল্লাহ ও মহানবী হজরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটুক্তির প্রতিবাদে ভোলার বোরহান উদ্দিনে মুসল্লিদের প্রতিবাদ সমাবেশে পুলিশের গুলিতে ৪ জন নিহত ও শতাধীক আহতের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির আমীর মাওলানা সরওয়ার কামাল আজিজী ও মহাসচিব মাওলানা মুসা বিন ইজহার।
আজ এক বিবৃতিতে তারা বলেন, নবী প্রেমী সাধারণ মুসলমানদের সম্পূর্ণ অন্যায়ভাবে পুলিশ নির্বিচার গুলিবর্ষণ ও হামলা করেছে। এটা কোন মুসলিম রাষ্ট্রের নিরাপত্তাবাহিনীর কাজ হতে পারেনা। ভোলার মাটি আজ নবী প্রেমিক তাওহিদী জনতার রক্তে রঞ্জিত। ভোলার তৌহিদী জনতার ওপর গুলি চালিয়ে মূলত সারা দেশের কোটি কোটি মুসলমানদের হৃদয়ে আঘাত করা হয়েছে। পুলিশ কাকে খুশী করার জন্যে নবী প্রেমীক বিক্ষুব্ধ মুসল্লিদের গুলি করেছে তা খুঁজে বের করতে হবে। মুসল্লিদের উপর পুলিশের গুলিবর্ষণ ও হতাহতের দায় সরকার কোনভাবেই এড়াতে পারে না।
0 মন্তব্য