তামাদ্দুন ডেস্ক:
নিউইয়র্কের বাংলাদেশী অধুষ্যিত ওজনপার্কের ৭৭স্ট্রিট লিবার্টি আর গ্ল্যানমোরের মধ্যে খানে আজ ২রা অক্টোবর বুধবার রাত অনুমানিক রাত ২টা ৫০মিনিটের সময় হেইট ক্রাইমের শিকার হলেন প্রবাসী বাংলাদেশী নোয়াখালী চাটখিলের তারেক আজিজ নামের এক ভাই।
তিনি তার ডিউটি আন্জাম দিতে ৭৭স্ট্রিট আর লিবার্টির কর্ণারের ইয়ামনী গ্রোসারী থেকে মাল ক্যারি করে ডেলিভারি দিতে যাচ্ছেন,ঠিক এমন সময় দুই কৃষ্ণাঙ্গ দুর্বৃত্ত পথে বাধা সৃষ্টি করে তার উপর উপর্যুপরি হামলা করে।দুর্বৃত্তদের আকস্মিক হামলায় মারাত্মক ভাবে আহত তিনি।তার হাউমাউ আর কান্নাকাটি শুনে পাশ্ববর্তী বাসার কয়েকজন বাংলাদেশী ভাই এগিয়ে আসলে মূহুর্তের মধ্যেই দুর্বৃত্তরা পালিয়ে যেতে সক্ষম হয় এবং তারা নিয়ে যায় তারেক আজিজের কাছ থেকে নগদ ডলার সহ তার ব্যবহৃত বাইসাইকেলটি।
পরে পুলিশ আর ইমার্জেন্সি বিভাগের এম্বুলেন্স আসলে তাকে প্রাইমারি চিকিৎকসা শেষে হাসপাতালে নিয়ে যায়।বর্তমানে তিনি জ্যামাইকা হাসপাতালে চিকিত্সাধীন আছেন।তবে তার মাথায় চরমভাবে আঘাত করা হয়েছে,যার দরুন প্রচুর রক্তপাত হয়েছে।অবস্থা আশঙ্কাজনক। এ রিপোর্ট লেখা পর্যন্ত স্থানীয় পুলিশ দুর্বৃত্তদের কাউকে গ্রেফতার করতে পারেনি।
উল্লেখ্য যে গত এক মাসের ব্যবধানে নিউইয়র্কের ওজনপার্কে ঐ একই স্থানে চার চারটি হেইট ক্রাইমের ঘটনা ঘটেছে।তাতে নিরীহ চারজন বাংলাদেশী ভাই হামলার শিকার হয়েছেন।
তাই আর দেরি না করে বাংলাদেশী কমিউনিটির সকল জনগণকে জাগতে হবে,জাগাতে হবে এবং দুর্বৃত্তদের বিরুদ্ধে দুর্বার গতিতে আন্দোলন চালাতে হবে।
0 মন্তব্য