শিরোনাম

[getTicker results="10" label="random" type="ticker"]

এলোমেলো ভাবনা: মুনঈম বিন মাহমুদ


মুরসী ক্ষমতাচ্যুত হয়ে মরেছে! একবারে ঠিক আছে। তারপর ঐযে কি যে একজন আছেনা?
এরদোগান? মহাথির? ইমরান খান???
এরাও মুনাফেক বেইমান, মুখোশ পরে আছে!
দেখবেন আল্লাহর গজব আসবে এদের উপর৷

মুরসী ক্ষমতায় থেকে কি করছে?
কিছুই ছিড়তে পারে নাই৷ আমেরিকা ইজ্রাইলে হামলা করে নাই।নিজের দেশে দ্বীন কায়েম করে নাই।

তারপর এরদোগান?
আরে সে তো একটা বিশ্বাসঘাতক! আদনান মেন্দেরেসের পার্টির সাথে বেইমানী করে ক্ষমতায় আসছে৷ আবার ন্যাটোর সদস্য৷ ইজ্রাইলের দাবানলে নাকি বিমানও পাঠায়৷ এটা তো চাক্ষ্যুস প্রমাণিত। আসলে এরদোগানের চেয়ে কামাল পাশার পার্টিই ভালো৷ কথায় আছেনা? 'মুনাফিকের চেয়ে কাফের ভালো'?।
কামাল পাশার দল ক্ষমতায় এসে যদি হাজারটা তুর্কীর গর্দান উড়িয়েও দেয় তাও ভালো, কারণ মুসলিম মরলে শহীদ হবে। মুনাফিক মরলে জাহান্নামী।

তারপর ঐযে মহাথির! ওটা তো আরো খারাপ। কত কাহিনী করে ক্ষমতায় এসেছে জানেন না? নিজের দেশ কুয়ালামাপুরে এত উলঙ্গপণা, কিন্তু উনি কি তা বন্ধ করেছে??? সে কিভাবে মুসলিম লিডার হয়..?

এবার আসি ইমরান খান!
সে তো পাক্কা মুনাফেক, জাতিসংঘে ভাষণ তো আমাগো শেখ হাসিনাও দেয়৷ এ আর এমন কি?
অথচ দেখছেন??? ইমরান খান কাশ্মীরের জনগণকে চাইলে অস্ত্র দিতে পারতো, কিন্তু দিচ্ছেনা। মুজাহিদদের সাহায্য করছেনা। সামিউল হক আর বড় বড় আলেমদের হত্যা করছে। সে কি করে মুসলমানদের লিডার হয়??? কিভাবে মানুষ ভরসা করে???

এবার শুনেন! এইসবগুলো কাফের আর মুরতাদ৷
একমাত্র আমরাই আছি হকের উপরে,
নববী ঝান্ডা আমাদের কাধে৷ জান্নাত জাহান্নামের ডিলারশীপও আমরা পেয়েছি। শুধু তাইনা, বরং আমরা যদি ক্ষমতায় আসি কি করবো জানেন???

★প্রথমেই আমেরিকাকে বলবো, বাঁচতে চাইলে হাতিয়ার ফেলে আমাদের যিম্মি হও, অন্যথায় যুদ্ধের জন্য প্রস্তুত হও। তারা প্রস্তুত না হলে ডাইরেক্ট হামলা।

★ তারপর ইজ্রাইলের পালা, ওটার সাথে কথা নাই, প্রথম দফায় উড়ায়ে ফেলবো।
★ তারপর পালা রাশিয়ার, তাদের ইসলামের দাওয়াত দিবো৷ না মানলে হায়্রে কি হামলা। মারতে মারতে ওদের প্রচুর মারবো৷
★ যখন আমরা এই তিন মাথা ফেলে দিবো তারপর আপনা আপনি বাকি সব রাষ্ট্রগুলো আমাদের থলেতে চলে আসবে৷ সারা বিশ্ব আমরা পরিচালনা করবো।

★ আমরা ক্ষমতায় এসেই সকল জিহাদী দলগুলোকে অস্ত্র অর্থ সবদিক দিয়ে সাহায্য করবো।

এবার সুপ্রিয় ম্যাংগো জনতাগণ! বলেন, আমাদের বিকল্প কি আর কেহ আছে? সুতরাং ঐ নামধারী লিডারদের উপর আর ভরসা করবেন না।

লেখক: তরুণ ব্যবসায়ী ও আলেম

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্য