নিজস্ব প্রতিনিধি। তামাদ্দুন২৪ডটকম।
জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলরব পরিবার আগামী ৬ ডিসেম্বর "এসো সংগীত শিখি" শিরোনামে একটি বিশেষ কোর্স শুরু করতে যাচ্ছে। এ বিষয়ে কলরব প্রধান আবু সুফিয়ান বলেন। এই কোর্সের মাধ্যমে অংশগ্রহণকারী সবাই যেনো সংগীতের প্রাথমিক ধারনা লাভ করতে পারে, সে লক্ষ্যে আমরা সাধ্যানুযায়ী চেষ্টা করছি। আমরা ছাত্রদের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটানোর জন্য ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছি।
কোর্সের যাবতীয় তথ্য:
শিরোনাম:
এসো সংগীত শিখি
ক্লাস শুরুঃ ৬ ডিসেম্বর ২০১৯, শুক্রবার
সময়ঃ প্রতি শুক্রবার সকাল ৯ টা
বিষয়ঃ
কোরআন তেলাওয়াত
হামদ-নাত
ইসলামী সংগীত
থিয়েটার
আবৃত্তি
উপস্থাপনা
প্রশিক্ষক:
আবু সুফিয়ান
ইয়াসিন আরমান
ইসহাক আলমগীর
সেলিম সানী
জায়েদ আজিজ
রাশেদ রাহমান
সার্বিক যোগাযোগঃ
01710298230
0 মন্তব্য