আন্তর্জাতিক ডেস্ক: তামাদ্দুন। বাংলাদেশ খেলাফত মজলিসের অভিভাবক পরিষদের চেয়ারম্যান , কওমী মাদরাসা শিক্ষা বোর্ড বেফাক এর সিনিয়র সহ সভাপতি , আল-হাইয়াতুল-উলইয়া এর কো-চেয়ারম্যান, ঐতিহ্যবাহী মালিবাগ জামিয়ার স্বনামধন্য মুহতামিম ও শায়খুল হাদীস আল্লামা আশরাফ আলীর ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন মজলিসে ইত্তেহাদুল মুসলিমীন, কাতারের নেতৃবৃন্দ।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, মরহুম দ্বীনি শিক্ষা সম্প্রসারে গুরুত্বপূর্ন অবদান রাখেন| তিনি মৃত্যুর আগ পর্যন্ত খেলাফত প্রতিষ্ঠার আন্দোলনে ভূমিকা রেখেছেন| তার মৃত্যুতে দেশ একজন আধ্যাত্তিক রাহবারকে হরিয়েছে যা অপূরনীয়| আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন এবং শোকগ্রস্থ পরিবারকে ধৈর্যধারণ করার তাওফিক দান করেন।
0 মন্তব্য