আসিফুজ্জামান পৃথিল : জাতির পিতা লন্ডন থেকে ঢাকা সুপার হারকিউলিসে করে আসেননি। উনি এসেছিলেন বিশ্বের প্রথম জেট লাইনার কমেটে করে। তার বদলে একটা চকচকে সুপার হারকিউলিস এসে নামলো। তাও মানা গেলো। কিন্তু নবাবপুর থেকে দুইটা লাইট ভাড়া করে, আলোক প্রক্ষেপণ করে, আলোর গোল্লাটাকে বঙ্গবন্ধু বানায় দেয়া মানা গেলো না। কিছুতেই মানা গেলো না।
![]() |
লেখক |
যারা ইভেন্টের দায়িত্বে ছিলেন, তােরা কি একবারও ভাবেননি এভাবে কিছু লোক ভাড়া করে নর্তন কুর্দন সহযোগে গাঁদা ফুলের পাপড়ি ছিটালে তা চরম অশ্লীল লাগতে পারে। বেশ কয়েক কোটি টাকা খরচ করে দুটা লাইটই যদি ভাড়া করে আনা লাগলো, তবে পুরা দায়িত্ব নবাবপুরের পোলাপানরে দিয়ে দিতো। অন্তত আলোর সঙ্গে ডিজে সহযোগে দুটা গান বাজায় মহফিল জমায় ফেলতো।
কৃৎসিত লোগোটা দেখেই বুঝা দরকার ছিলো, এ বছরটা হতে যাচ্ছে বঙ্গবন্ধুকে অপমানের বছর।
0 মন্তব্য