এক সপ্তাহ পর আজ অফিসে বসলাম। এই দিনগুলোতে বেশকিছু কাজ হয়েছে আলহামদুলিল্লাহ।
১। আল কোরআন একাডেমী
মুহতামিম, হাফেজ. মাও. আবু জাফর মুহা. সালেহ
রহমান ভিলা, সানার পাড়, যাত্রাবাড়ী, ঢাকা।
২। মাদরাসাতুল মুত্তাকীন
মুহতামিম, হাফেজ ক্বারী ইব্রাহীম সাইফী
ধানমন্ডি, রেসকোর্স, কুমিল্লা।
৩। উবাই ইবনে কা’ব রা. মাদরাসা
মুহতামিম, হাফেজ ক্বারী মাহমুদুল হাসান মাসুম
নেছারিয়া হাউজিং, বিশরোড, কুমিল্লা।
উপরোল্লিখিত ৩টি মাদরাসার তত্ত্বাবধানের কাজে এই সময়টুকু খরচ করেছি। কোরআন সংশ্লিষ্ট প্রতিটি কাজে মান আসুক এই প্রত্যয়ে নি:স্বার্থভাবে কাজ করার চেষ্টা করছি বিরামহীন। নিয়তে কোনো ত্রুটি থাকলে মাওলার নেক নজরে ক্ষমা পাওয়ার আশা রাখি প্রতিদিন/প্রতিক্ষণ।
মাদরাসাতুল মারওয়াহ’র ছুটির এই দিনগুলোতে কুমিল্লা থাকার সুবাদে রংধনু কুমিল্লা শাখার বেশকিছু কাজও হয়েছে। সুখবর হলো সেখানকার কমিটিতে পরিবর্তনের সাথে সাথে কাজের গতি-পদ্ধতিতেও পরিবর্তন আসছে। যা রংধনুর হিতাকাঙ্খিদের জন্য সুখবর বলা যেতে পারে। এই ধারাবাহিকতা অব্যহত থাকুক। ২০২০ সাল হোক রংধনুর জন্য অনুসরণীয়/অনুকরনীয়। সাকিব/সামিরদের হাত ধরে রংধনু কুমিল্লা শাখা এগিয়ে যাক মানজিলে মাকসুদে। আল্লাহ সহায় হোন সবার।
মারওয়াহ কার্যালয়, মিরপুর-১,ঢাকা। ১২১৬
২৫/০২/২০২০। ১২ টা ১৯ pm
0 মন্তব্য