নিজস্ব প্রতিনিধি: তামাদ্দুন। স্বপ্নসিঁড়ির আলোচিত সংগীত যিকির, ও আল্লাহ, মা তোমাকে ভুলা যায়না ও সোনার মদিনাসহ একাধিক গানের সফল গায়ক শিশুশিল্পী হাসসান আরিবের কন্ঠে রিলিজ হলো নতুন ইসলামী সংগীত “এশকের গজল”। স্বপ্নসিঁড়ির নতুন পার্সোনাল ইউটিউব চ্যানেলে রিলিজকৃত এই সংগীতটি ইতিমধ্যেই আশাতীত সাড়া ফেলেছে শ্রোতামহলে। জানিয়েছেন শিল্পীর উস্তাদ, শিল্পী হুমায়ুন কবির শাবিব।
গানটির কথা লিখেছেন সৈয়দ মোশারফ হোসেন। টিউন হাটে রেকর্ডকৃত এই গানটির কম্পোজ করেছেন শব্দ প্রকৌশলী ইশরাক হোসাইন। ভিডিওর কাজ করেছেন এডিটর মাহদি হাসান। সঙ্গীত পরিচালনায় ছিলেন স্বপ্নসিঁড়ির প্রতিষ্ঠাতা ও পরিচালক উস্তাদ হুমায়ুন কবির শাবিব।
গানটির কথামালা নীচে দেয়া হলো।
-------------------------------------------
বুকে ব্যাকুল দহন জ্বালা এস্কেরই জ্বালা
মাশুক খুঁজে কাঁদি আমি হয়ে নিরুপায়।
মাশুক প্রেমের এত জ্বালা
আশেক মজনু হয় উতলা
জিকির করে চোখের পানির দরিয়া বহায়।
মুসা নবীর এস্কের খেলা
তুর সিনাইতে নুরের মেলা
তাজাল্লিতে পাহাড় পুড়ে সুরমা হয়ে যায়।
মনসুর হাল্লাজ উয়াইস করোনি
ধন্য করলো এ ধরনী
মাওলার প্রেমে সব বিলাইয়া বিলীন হয়ে যায়।
---------------------------------------------------------
স্বপ্নসিঁড়ির সকল পরিবেশনা দেখতে ফলো করুন সংগঠনের অফিসিয়াল এই পেইজটি।
https://www.facebook.com/shopnoshiri.bd
Follow:https://www.facebook.com/hkshabib
0 মন্তব্য