ইফতেখার জামীল : আফগানিস্থানে আমেরিকানদের পরাজয়ে প্রমাণিত হল, নিছক সামরিক শক্তিতে কেউ বিজয় লাভ করতে পারে না। শিয়াদের সাহায্য না থাকলে ইরাক দখল করাও সম্ভব ছিল না। ধর্মের সাথে রাজনীতির সম্পর্কটা আসলে এখানেই।
পশ্চিমারা আমেরিকা, কানাডা, অস্টেলিয়া ও নিউজিল্যান্ডের মতো যেসব ধর্মহীন অঞ্চল দখল করেছে, সেসব অঞ্চল এখন ইউরোপে রুপান্তরিত হয়েছে। থাইল্যান্ড ও হংকং এ যদিও দখল রাখতে পারেনি, তবে সাংস্কৃতিকভাবে তারাও ইউরোপে রুপান্তরিত হয়েছে।
আপনারা যদি জাতিগতভাবে ধর্মীয় আকিদা ও সংস্কৃতি আঁকড়ে ধরে থাকেন, তাহলে কেউ আপনাদেরকে পরাজিত করতে পারবে না। থানবি রাহঃ তার এক লেখায় বলেছেন, যুদ্ধ অনেক বড় রুহানি ও আধ্যাত্মিক বিষয়।
যার কাছে বস্তুগত সফলতা সবচেয়ে গুরুত্বপূর্ণ, তার পক্ষে যুদ্ধ করা সম্ভব নয় ; নারী-মদ-খেলা রেখে কেন যুদ্ধ করবেন? যার কাছে নেই জীবন ও জগতের স্বতন্ত্র অর্থ ও মর্ম, তার শত্রু-মিত্রের কোন ভেদ নেই, সে কখনো যুদ্ধের ঝুঁকি নেবে না।
0 মন্তব্য