মুসা আল হাফিজ: করোনাপরিস্থিতি দীর্ঘতর হলে শিক্ষা দেয়া ও নেয়া কীভাবে জারি থাকবে,এটা খুঁজে বের করা সরকার এবং আমাদের সবার দায়িত্ব।
মাদরাসার বিষয়টি খুবই স্পর্শকাতর। এর কারণ অনেক। দীর্ঘমেয়াদী বন্ধ অসংখ্য প্রাইভেট মাদরাসার মৃত্যু ডেকে আনবে। মাদরাসাসংস্লিষ্ট বিশাল এক জনগোষ্ঠী পড়বে বিপর্যয়ের মধ্যে। তারা হঠাৎ করে পেশা বদলানোর জন্য যেমন প্রস্তুত নয়,তেমনি কিছু সাহায্য সহযোগিতা তাদের সঙ্কটের সমাধান নয়। মনে রাখতে হবে, আলেম- উলামার সঙ্কট কেবলই পেটের সঙ্কট নয়।
কীভাবে স্বাস্থ্যবীধি মেনে মাদরাসা খুলা যায়, সেটা নিয়ে ভাবার বিকল্প নেই। এ বিষয়ে যৌক্তিক ও সঙ্গত বক্তব্য এবং কর্মসূচি নিয়ে আমাদের সরব হওয়ার দরকার। সরকারের উচিত, লম্বা মেয়াদে শিক্ষা বন্ধের চিন্তা থেকে শিক্ষা জারি রাখার চিন্তাকে প্রায়োরিটি দেয়া আর মাদরাসা ইস্যুতে দায়িত্বশীল আলেমদের নিয়ে বসা!
সামাজিক মাধ্যমকে ইতিবাচকভাবে কাজে লাগানোর দরকার। কওমি ঘরানা থেকে একটি যৌথ উদ্যোগের বিষয়ে অনেকের সাথে কথা বলছি। আল্লাহ চাইলে, আশা করছি, দ্রুতই একটি ফলাফল আসবে!
0 মন্তব্য