তামাদ্দুন২৪ডটকম:
মাগো তুমি সবার সেরা
রিতা ফারিয়া রিচি
আকাশ সমান ছায়া মাগো
তুমি মাথার ওপর,
যায় না ভোলা কোনোভাবেই
তুমিই মাথার টোপর!
যন্ত্রণা আর কষ্ট নিয়ে
করলে তুমি লালন,
প্রসব ব্যথা সহ্য করে
করছো ঠিকই পালন৷
ঝড় তুফানে-বৃষ্টি রোদে
আগলে রাখো বুকে,
তোমার স্নেহের পরশ নিয়ে
থাকি পরম সুখে৷
ঘুম পাড়াতে এসে মাগো
পাশে বসো তুমি,
ঘুমের দেশে গেলেই অামি
আদর দিতে চুমি৷
তোমায় ছাড়া কোথাও অামি
দেখি না তো অালো,
মাগো তুমি সবার সেরা
বড্ড বেশি ভালো!
তোমার মুখের মধুর হাসি
যেনো সোনার বাঁশি,
যাই যেখানে ঘুরেফিরে
তোমার কাছেই আসি৷
এই দুনিয়ায় থাকতে যেন
যাই না তোমায় ছাড়ি,
তোমার দোয়া সাথে নিয়েই
মরতে যেন পারি৷
(মাগো! তোমার পায়ের নীচে আমার জান্নাত৷ পৃথিবী ছাড়তে চাই তোমার দোয়া সাথে নিয়ে)
0 মন্তব্য