ক্ষমা করো আমায়
------------------------
এবারই হয় যদি জীবনের শেষ রমাদান
মাফ করে দিও মোরে ওগো মোর রব মহিয়ান।
জীবনের পাতা হতে হায় চলে গেছে
রমাদ্বানের সেই সুযোগ হেলায় মিশে।
আমলনামার খাতায় সাদা পেজে ভরাট শুন্য
কিরামান কাতিবীন লিখেছেন পাপ নয়তবা পূন্য।
করে পাহাড়সম গোনাহ জীবন ভর
কিভাবে দাঁড়াবো তব সামনে লাগে ডর।
তবুও আশা জাগে হৃদে তুমিই রহমান
ক্ষমা করো পাপীর পাপ ওগো মেহেরবান।
লেখক: উদীয়মান নারী কবি
0 মন্তব্য