তামাদ্দুন২৪ডটকম
শিরোনাম: লাশের মিছিল
কথা: গাজী খাইরুল ইসলাম
কত আর প্রাণ যাবে মাজলুমানের
কবে বলো শেষ হবে লাশের মিছিল
বিদূরিত করো প্রভু যত সংঘাত -
সুখোময় করে দাও তামাম নিখিল।।
অসহায় কত আজ শিশু নরনারী
চারিদিকে শুনি তাই শুধু আহাজারি।
প্রতিক্ষণে প্রাণ আজ বিপন্ন আহা-
মানুষের মাঝে নেই মমতার দিল।।
পিশাচের থাবা যেন বাড়ে পদেপদে
নিদারুণ দুখ তাই প্রতি জনপদে,
রোষানলে ঝরে যায় কত তাজা প্রাণ -
সুখে নেই কেউ আর নেই নিরাপদে।
মানবিক জ্ঞান বোধ ধ্বংসের দ্বারে
পরাজিত হয়ে আজ কাঁদে বারে বারে।
নিরীহের মুখে হাসি দেখি নাতো আর-
দিকে দিকে ভরে যাক প্রীতিপ্রেম মিল।।
(অক্ষরবৃত্তছন্দ: ৮+৬)
১৮ মে ২০২০
মালায়েশিয়া
0 মন্তব্য