ইবনে সাবিল: তামাদ্দুন ২৪ ডটকম:
করোনার এই করুণ পরিস্থিতিতে আতঙ্কিত না হয়ে সচেতন হোন!
নিন্মে উল্লেখিত বিষয়গুলো পালনের চেষ্টা করুন।
১। পরিধারের কাপড় পরিধান করুন ও ধুয়ে ফেলার জন্য নির্দিষ্ট একটি ঝুড়িতে রাখুন।
২। বাসায় প্রবেশের পর কোনো কিছু হাত ধোয়া ছাড়া স্পর্শ করবেন না।
৩। বাইরে থেকে কোনো কিছু নিয়ে আসলে তা ব্লিচযুক্ত পানি ছিটিয়ে জীবণুমুক্ত করুন।
৪। গোসল করুন। সম্ভব না হলে শরীরের উন্মুক্ত অংশগুলো সাবান পানি দিয়ে ধুয়ে ফেলুন।
৫। পরিহিত জুতা খুলে বাসার বাইরে জুতার বাক্সে রাখুন।
৬। পোষা প্রাণীকে ঘরের বাইরে নিয়ে গেলে তাকে ভালোভাবে গোসল করিয়ে নিন।
৭। সর্বোপরী বেশি বেশি আল্লাহর কাছে এই ভয়ংকার আজাব উঠিয়ে নিতে দুহাত তুলে কান্নাকাটি করুন।
জনস্বার্থে: তামাদ্দুন ২৪ ডটকম
0 মন্তব্য