ইবনে সাবিল:- তামাদ্দুন: দীর্ঘদিন মুহতামিম হিসেবে দায়িত্ব পালনকারী শাইখু্ল ইসলাম আল্লামা আহমদ শফীর ইন্তেকালের পর কে হবেন নতুন মুহতামিম, এই প্রশ্ন সবার মধ্যে ছিলো। সেই প্রশ্নের সমাধান মিললো অবশেষে। শূরার সিদ্ধান্ত অনুযায়ী নতুনভাবে কাউকে একক মুহতামিম হিসেবে দায়িত্ব দেয়া হচ্ছেনা। একক সিদ্ধান্তে নয়, তিন সদস্য বিশিষ্ট (মজলিসে এদারী) পরিচালনা কমিটির মাধ্যমে পরিচালিত হবে হাটহাজারী মাদরাসা।
সিদ্ধান্ত অনুযায়ী মজলিসে এদারীর প্রধান হলেন ১. মুফতী আব্দুস সালাম চাটগামী, ২.আল্লামা শেখ আহমদ সাহেব ৩. আল্লামা ইয়াহইয়া সাহেব।
মাদরাসার শিক্ষা সচিব ও শাইখুল হাদীস আল্লামা জুনাঈদ বাবুনগরী
সহকারী শিক্ষা সচিব: হাফেজ শোয়াইব সাহেব
হাটহাজারী মাদরাসা থেকে নতুন শূরা সদস্য হিসেবে শাইখুল হাদীস আল্লামা জুনায়েদ বাবুনগরী ও আল্লামা শেখ আহমদ সাহেবকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
সুত্র: ইনআমুল হাসান ফারুকী
0 মন্তব্য