ডেস্ক রিপোর্ট : ফ্রান্সে মহানবী হযরত মুহাম্মাদ সা.এর ব্যঙ্গচিত্র প্রকাশের প্রতিবাদে আগামী শুক্রবার বাদ জুমা ভালুকা বড় মসজিদের সামনে এক প্রতিবাদী সমাবেশ ও ভিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে ভালুকা ইমাম উলামা ঐক্য পরিষদ ও তাওহীদী জনতা।
জামিয়া হোসাইনিয়া দারুল উলুম ভালুকার মুহতামিম আল্লামা আবদুল মজিদ সাহেবের সভাপতিত্বে সমাবেশ ও ভিক্ষোভ মিছিলে উপস্থিত থাকবেন ভালুকা বড় মসজিদের খতিব মাওলানা মেহের উদ্দিন বরাইদি, আল হেরা মাদ্রাসার মুহতামিম মাওলানা আলমগীর কাসেমী,তাকওয়া ফাউন্ডেশন ভালুকা শাখার সভাপতি মাওলানা মামুনুর রশিদ সহ ভালুকার সর্বস্তরের উলামায়ে কেরাম।
দলমত নির্বিশেষে সকলকে উপস্থিত হয়ে আন্দোলন সফল করার আহবান জানিয়েছেন ভালুকা ইমাম ওলামা ঐক্য পরিষদের সভাপতি মাওলানা মাহফুজুল হক।
0 মন্তব্য