🍂 জেগে উঠি চেতনায় 🍂
শাহজাহান শাহেদ
.
ভুলে গেছি আমাদের মূল পরিচয়
মনে ঢুকে গেছে ভয়-ভীতি সংশয়
ম্লান হয়ে গেছে যেন ঈমানের চিন
আজ তাই ধমকায় কাফির-বেদ্বীন।
.
আমাদের হাতে ছিল আরব-আজম
বাতিলেরা ভয়ে ভয়ে কেঁপে নিতো দম
জ্ঞানে-বিজ্ঞানে ছিল সাজানো বাগান
সুখে-দুখে মুখে ছিল দ্বীনি জয়গান।
.
আজ যেন ভুলে গেছি নিজেদের জাত
বিজাতীয় চেতনায় হয়ে কুপোকাত
শান-মান ভুলে হয়ে গেছি সেবাদাস
নিজেরাই করছি যে নিজেদের নাশ।
.
কাঁদছে মুমিন দেখো সারাটা জাহান
আকসা-ফিলিস্তিনে বিরহের গান
আরাকান কাঁদে তারা বড় অসহায়
কাশ্মীরে যুগযুগ জালিমে শাসায়।
.
কোথা সে ওমর আর আলী হায়দার
জং ধরে গেছে আজ দ্বীনি চেতনার
আমরা যে সেনাপতি খালিদের ভাই
কেন তবে বিপ্লবী তেজী ভাব নাই?
.
যেই জাতি করেছিল পৃথিবী শাসন
শুনেছিল হজ্ব মাঠে বিদায়ী ভাষণ
সেই জাতি কেন হয় ফেরকাতে ভাগ?
স্বজাতির মাঝে ছুড়ে হিংসা ও রাগ।
.
একটাই চেতনা যে দ্বীন-ইসলাম
এক আল্লাহ আর নবী আকরাম
কেন শত ভাগ আর কেন রেষারেষ?
ফের জেগে উঠে গড়ি ধরণী-স্বদেশ।
.
0 মন্তব্য