ইবনে সাবিল-তামাদ্দুন: গত বৃহ:বার মিরপুরে অবস্থিত মাদরাসাতুল মারওয়ায় ২য় সাময়িক পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সম্মানিত অতিথী হিসেবে উপস্থিত ছিলেন উত্তরাস্থ দারুল আজহার ক্যাডেট মাদরাসার পরিচালক, পুষ্পকানন প্রোপার্টিজ এর ব্যবস্থাপনা পরিচালক, বিশিষ্ট গীতিকার-সুরকার ও সংগীতশিল্পী মাওলানা কাওসার আহমদ সুহাইল।
মারওয়াহ’র প্রতিষ্ঠাতা-মুহতামিম হাফেজ মাওলানা মাঈনুদ্দীন ওয়াদুদ এর উপস্থাপনায় প্রধান অতিথী ছাত্রদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ আলোচনা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন মাদরাসাতুল মারওয়াহ’র ভাইস প্রিন্সিপাল হাফেজ মাওলানা আবুবকর বিন রাশেদ, অতিথি শিক্ষক হাফেজ ক্বারী কুতুবুদ্দীন মাহমুদ, হিফজ বিভাগীয় প্রধান হাফেজ মাওলানা ওবায়দুল্লাহ রাতুল, নুরানী বিভাগের শিক্ষক মাওলানা মাহদি হাসানসহ মাদরাসার সকল ছাত্রবৃন্দ।
0 মন্তব্য