ফ্রান্সের সাথে কূটনৈতিক সম্পর্ক বিচ্ছিন্ন করা ও তাদের সকল পণ্য বর্জন সময়ের দাবী:হেফাজতে ইসলাম মদিনা মোনাওয়ারা জোন।
ইবনে সাবিল-তামাদ্দুন: ফ্রান্সের রাজধানী প্যারিসে রাষ্ট্রীয় ভাবে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর ব্যাঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে হেফাজতে ইসলাম মদিনা মোনাওয়ারা জোন এর উদ্দোগে স্হানিয় মারকাজে তায়্যিবা কনফারেনস হলে গত ১লা নভেম্বর রবিবার সকাল ১০ টায় হেফাজতে ইসলাম মদিনা মোনাওয়ারা জোনের আমির মাওলানা রফিকুল ইসলাম মাদানীর সভাপতিত্বৈ এক প্রতিবাদ সভার আযোজন করা হয়।
সভায় ফ্রান্সের সাথে কূটনৈতিক সম্পর্ক বিচ্ছিন্ন করা ও তাদের সকল পণ্য বর্জন সময়ের দাবী জানিয়ে বক্তব্য রাখেন হেফাজতে ইসলাম বাংলাদেশ মদিনা মোনাওয়ারা জোনের যুগ্ন সাধারন সম্পাদক মাওলানা লুৎপর রহমান মাদানী, মাওলানা জাকির হোসেন, মাওলানা আযহারুল ইসলাম মাদানী,,মাওলানা নেছার আহাম্মদ, মাওলানা আবুল কালাম আজাদ প্রমূখ সভাপতির বক্তবে মাওলানা রফিকুল ইসলাম মাদানী বলেন, ফ্রান্সের রাজধানীতে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর ব্যাঙ্গচিত্র প্রদর্শন করে বিশ্বের কোটি কোটি মুসলমানের অন্তরে আঘাত দিয়েছে। তাই বাংলাদেশ নিযুক্ত ফ্রান্সের হাইকমিশনারকে ডেকে এনে এর নিন্দা জানানো সহ ফ্রান্সের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্্ন করার দাবী জানান। এটা ইমানী দাবী, রাজনৈতিক কোন কর্মসূচি নয়।
তিনি সকল মুসলমানকে এই আন্দোলনে এগিয়ে আসার আহবান জানান ।
বার্তা প্ররক:
মাওলানা ইমদাদুর রহমান
uqfbd@yahoo.com
0 মন্তব্য